MCQ practice | Free learning platform

Categories

Posted on 19 Mar, 2022 09:31 am, category: Islam | Education |

شوال কোরআনের একটি আয়াত

شوال الرحمن الرجي

পরম করুণাময় দয়ালু আলাহর নামে শুরু করছি।

شوال কোরআনের একটি আয়াতঃ

شوال الرحمن الرجي কোরআন শরীফের সূরা নালের একটি আয়াত ৰা অংশ। সূরা তওবা ব্যতীত প্রত্যেক সূরার প্রথমে شوال  লেখা হয়। شوال  সূরা আল-ফাতিহার অংশ, না অন্যান্য সকল সূরারই অংশ, এতে ইমামগণ ভিন্ন ভিন্ন মত পােষণ করেছেন। ইমাম আবু হানীফা (রাহঃ) বলেছেন شوال  সূরা নামল ব্যতীত অন্য কোন সূরার অংশ নয়। তবে এটি এমন একটি স্বয়ংসম্পূর্ণ আয়াত যা প্রত্যেক সূরার প্রথমে লেখা এবং দু’টি সূরার মধ্যে পার্থক্য নির্দেশ করার জন্য অবতীর্ণ হয়েছে।

কোরআন তেলাওয়াত ও প্রত্যেক কাজ বিসমিল্লাহসহ আরম্ভ করার আদেশঃ জাহেলিয়াত যুগে লােকদের অভ্যাস ছিল, তারা তাদের প্রত্যেক কাজ উপাস্য দেব-দেবীদের নামে শুরু করতাে। এ প্রথা রহিত করার জন্য হযরত জিব্রাঈল পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াত নিয়ে এসেছিলেন, তাতে আল্লাহর নামে কোরআন তেলাওয়াত আরম্ভ করার আদেশ দেয়া হয়েছে। যথা  অর্থাৎ, পাঠ করুন আপনার পালনকর্তার নামে।

          কোন কোন বর্ণনায় দেখা যায়, স্বয়ং রসূলে করীম (সা:)-ও প্রথমে প্রত্যেক কাজ   বলে আরম্ভ করতেন এবং কোন কিছু লেখাতে হলেও এ কথা প্রথমে লেখাতেন। কিন্তু অবতীর্ণ হওয়ার পর সর্বকালের জন্য বিসমিল্লাহির রাহমানির রাহীম বলে সৰ কাজ শুরু করার নিয়ম প্রবর্তিত হয়েছে।

                       – (কুরতুবী, রূহুল মা`আনী)

 

কোরআন শরীফের স্থানে স্থানে উপদেশ রয়েছে যে, প্রত্যেক কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ কর। রসুলুল্লাহ্ (সঃ) বলেছেন, “যে কাজ বিসমিল্লাহ ব্যতীত আরম্ভ করা হয়, তাতে কোন বরকত থাকে না।”

এক হাদীসে এরশাদ হয়েছে, ঘরের দরজা বন্ধ করতে বিসমিল্লাহ বলৰে, ৰাতি নেভাতেও বিসমিল্লাহ বলবে, পাত্র আবৃত করতেও বিসমিল্লাহ বলবে। কোন কিছু খেতে, পানি পান করতে, ওযু করতে, সওয়ারীতে আরােহণ করতে এবং তা থেকে অবতরণকালেও বিসমিল্লাহ বলার নির্দেশ কোরআন হাদীসে বার বার উল্লেখ করা হয়েছে। –(কুরতুবী)

বিসমিল্লাহর তফসীরঃ বিসমিল্লাহ্ বাক্যটি তিনটি শব্দ দ্বারা গঠিত। প্রথমতঃ ‘ৰা‘ বর্ণ, দ্বিতীয়ত: ‘ইসম’ ও তৃতীয়ত : ‘আল্লাহ’। আরৰী ভাষায় ‘বা’ বর্ণটি অনেক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তম্মধ্যে তিনটি অর্থ এ ক্ষেত্রে প্রযােজ্য হতে পারে এবং এ তিনটির যে কোন একটি অর্থ এ --

ক্ষেত্রে গ্রহণ করা যেতে পারে। এক- সংযােজন। অর্থাৎ, এক বস্তুকে অপর বস্তুর সাথে মিলানাে বা সংযােগ ঘটানাে অর্থে। দুই এস্তেয়ানাত – অর্থাৎ, কোন বস্তুর সাহায্য নেয়া। তিন কোন বস্তু থেকে বরকত হাসিল করা।

‘ইসম’ শব্দের ব্যাখ্যা অত্যন্ত ব্যাপক। মােটামুটিভাবে এতটুকু জেনে রাখা যথেষ্ট যে, ‘ইসম’ নামকে বলা হয়। আল্লাহ’ শব্দ সৃষ্টিকর্তার নামসমূহের মধ্যে সবচেয়ে মহত্ত্বর ও তাঁর যাবতীয় গুণাবলীর সম্মিলিত রূপ। কোন কোন আলেম একে ইসমে আ‘যম বলেও অভিহিত করেছেন।

এ নামটি আল্লাহ ব্যতীত অন্য কারাে জন্য প্রযােজ্য নয়। এজন্যই এ শব্দটির দ্বিবচন বা বহুবচন হয় না। কেননা, আল্লাহ এক, তাঁর কোন শরীক নেই। মােটকথা, আল্লাহ এমন এক সত্তার নাম, যে সত্তা পালনকর্তার সমস্ত গুণাবলীর এক অসাধারণ প্রকাশবাচক। তিনি অদ্বিতীয় ও নজীরবিহীন। এজন্য বিসমিল্লাহ্ শব্দের মধ্যে ‘বা’- এর তিনটি অর্থের সামঞ্জস্য হচ্ছে আল্লাহর নামের সাথে, তাঁর নামের সাহায্যে এবং তাঁর নামের বরকতে।

তাআব্দুজ শব্দের অর্থ  পাঠ করা।

আল-কোরআনে এরশাদ হয়েছে- যখন কোরআন পাঠ কর, তখন শয়তানের প্রতারণা থেকে আল্লাহ তা'আলার নিকট আশ্রয় চাও। দ্বিতীয়তঃ কোরআন পাঠের প্রাক্কালে আ`উযুবিল্লাহ পাঠ করা ইজমায়ে-উম্মত দ্বারা সুন্নত বলে স্বীকৃত হয়েছে। এ পাঠ নামাযের মধ্যেই হােক বা নামাযের বাইরেই হােক। কোরআন তেলাওয়াত ব্যতীত অন্যান্য কাজে শুধু বিসমিল্লাহ পাঠ করা সুন্নত, আউযুবিল্লাহ নয়। তেলাওয়াত কালে উভয়টি পাঠ করা সুন্নত। তবে একটি সূরা শেষ করে শুধুমাত্র সূরা তওবা ব্যতীত অপর সূরা আরম্ভ করার পূর্বে যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করা হয় তখন আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ উভয়টিই পাঠ করতে হয়। তেলাওয়াত করার সময় মধ্যে সুর-বারাআত আসলে তখন বিসমিল্লাহ পড়া নিষেধ। কিন্তু প্রথম তেলাওয়াতই যদি সুরা বারাআত দ্বারা আরম্ভ হয়, তবে আ`উযুবিল্লাহ ও বিসমিল্লাহ উভয়টিই পাঠ করতে হবে। - (আলমগীরী)।

“বিসমিল্লাহির রাহমানির রাহীম`, কোরআনের সূরা নামল-এর একটি আয়াতের অংশ এবং দু’টি সূরার মাঝখানে একটি পূর্ণাঙ্গ আয়াত। তাই অন্যান্য আয়াতের ন্যায় এ আয়াতটির সম্মান করাও ওয়াজিব। অযু ছাড়া এটি স্পর্শ করা জায়েয নয়। অপবিত্র অবস্থায় যথা হায়েয-নেফাসের সময়, (পবিত্র হওয়ার পূর্বে) তেলাওয়াতরূপে পাঠ করাও না জায়েয। তবে কোন কাজ কর্ম আরম্ভ করার পূর্বে (যথা—পানাহার) দোয়ারূপে পাঠ করা সব সময়ই জায়েয।

 

Reference Book:

 

 


Copy Link to Share:
https://www.mcqpractice.com/auth/index.php?page=../proverbs/article-details.php&id=79&t=شوال-কোরআনের-একটি-আয়াত

Posted on 19 Mar, 2022 09:31 am, Category:

شوال কোরআনের একটি আয়াত

شوال الرحمن الرجي

পরম করুণাময় দয়ালু আলাহর নামে শুরু করছি।

شوال কোরআনের একটি আয়াতঃ

شوال الرحمن الرجي কোরআন শরীফের সূরা নালের একটি আয়াত ৰা অংশ। সূরা তওবা ব্যতীত প্রত্যেক সূরার প্রথমে شوال  লেখা হয়। شوال  সূরা আল-ফাতিহার অংশ, না অন্যান্য সকল সূরারই অংশ, এতে ইমামগণ ভিন্ন ভিন্ন মত পােষণ করেছেন। ইমাম আবু হানীফা (রাহঃ) বলেছেন شوال  সূরা নামল ব্যতীত অন্য কোন সূরার অংশ নয়। তবে এটি এমন একটি স্বয়ংসম্পূর্ণ আয়াত যা প্রত্যেক সূরার প্রথমে লেখা এবং দু’টি সূরার মধ্যে পার্থক্য নির্দেশ করার জন্য অবতীর্ণ হয়েছে।

কোরআন তেলাওয়াত ও প্রত্যেক কাজ বিসমিল্লাহসহ আরম্ভ করার আদেশঃ জাহেলিয়াত যুগে লােকদের অভ্যাস ছিল, তারা তাদের প্রত্যেক কাজ উপাস্য দেব-দেবীদের নামে শুরু করতাে। এ প্রথা রহিত করার জন্য হযরত জিব্রাঈল পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াত নিয়ে এসেছিলেন, তাতে আল্লাহর নামে কোরআন তেলাওয়াত আরম্ভ করার আদেশ দেয়া হয়েছে। যথা  অর্থাৎ, পাঠ করুন আপনার পালনকর্তার নামে।

          কোন কোন বর্ণনায় দেখা যায়, স্বয়ং রসূলে করীম (সা:)-ও প্রথমে প্রত্যেক কাজ   বলে আরম্ভ করতেন এবং কোন কিছু লেখাতে হলেও এ কথা প্রথমে লেখাতেন। কিন্তু অবতীর্ণ হওয়ার পর সর্বকালের জন্য বিসমিল্লাহির রাহমানির রাহীম বলে সৰ কাজ শুরু করার নিয়ম প্রবর্তিত হয়েছে।

                       – (কুরতুবী, রূহুল মা`আনী)

 

কোরআন শরীফের স্থানে স্থানে উপদেশ রয়েছে যে, প্রত্যেক কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ কর। রসুলুল্লাহ্ (সঃ) বলেছেন, “যে কাজ বিসমিল্লাহ ব্যতীত আরম্ভ করা হয়, তাতে কোন বরকত থাকে না।”

এক হাদীসে এরশাদ হয়েছে, ঘরের দরজা বন্ধ করতে বিসমিল্লাহ বলৰে, ৰাতি নেভাতেও বিসমিল্লাহ বলবে, পাত্র আবৃত করতেও বিসমিল্লাহ বলবে। কোন কিছু খেতে, পানি পান করতে, ওযু করতে, সওয়ারীতে আরােহণ করতে এবং তা থেকে অবতরণকালেও বিসমিল্লাহ বলার নির্দেশ কোরআন হাদীসে বার বার উল্লেখ করা হয়েছে। –(কুরতুবী)

বিসমিল্লাহর তফসীরঃ বিসমিল্লাহ্ বাক্যটি তিনটি শব্দ দ্বারা গঠিত। প্রথমতঃ ‘ৰা‘ বর্ণ, দ্বিতীয়ত: ‘ইসম’ ও তৃতীয়ত : ‘আল্লাহ’। আরৰী ভাষায় ‘বা’ বর্ণটি অনেক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তম্মধ্যে তিনটি অর্থ এ ক্ষেত্রে প্রযােজ্য হতে পারে এবং এ তিনটির যে কোন একটি অর্থ এ --

ক্ষেত্রে গ্রহণ করা যেতে পারে। এক- সংযােজন। অর্থাৎ, এক বস্তুকে অপর বস্তুর সাথে মিলানাে বা সংযােগ ঘটানাে অর্থে। দুই এস্তেয়ানাত – অর্থাৎ, কোন বস্তুর সাহায্য নেয়া। তিন কোন বস্তু থেকে বরকত হাসিল করা।

‘ইসম’ শব্দের ব্যাখ্যা অত্যন্ত ব্যাপক। মােটামুটিভাবে এতটুকু জেনে রাখা যথেষ্ট যে, ‘ইসম’ নামকে বলা হয়। আল্লাহ’ শব্দ সৃষ্টিকর্তার নামসমূহের মধ্যে সবচেয়ে মহত্ত্বর ও তাঁর যাবতীয় গুণাবলীর সম্মিলিত রূপ। কোন কোন আলেম একে ইসমে আ‘যম বলেও অভিহিত করেছেন।

এ নামটি আল্লাহ ব্যতীত অন্য কারাে জন্য প্রযােজ্য নয়। এজন্যই এ শব্দটির দ্বিবচন বা বহুবচন হয় না। কেননা, আল্লাহ এক, তাঁর কোন শরীক নেই। মােটকথা, আল্লাহ এমন এক সত্তার নাম, যে সত্তা পালনকর্তার সমস্ত গুণাবলীর এক অসাধারণ প্রকাশবাচক। তিনি অদ্বিতীয় ও নজীরবিহীন। এজন্য বিসমিল্লাহ্ শব্দের মধ্যে ‘বা’- এর তিনটি অর্থের সামঞ্জস্য হচ্ছে আল্লাহর নামের সাথে, তাঁর নামের সাহায্যে এবং তাঁর নামের বরকতে।

তাআব্দুজ শব্দের অর্থ  পাঠ করা।

আল-কোরআনে এরশাদ হয়েছে- যখন কোরআন পাঠ কর, তখন শয়তানের প্রতারণা থেকে আল্লাহ তা'আলার নিকট আশ্রয় চাও। দ্বিতীয়তঃ কোরআন পাঠের প্রাক্কালে আ`উযুবিল্লাহ পাঠ করা ইজমায়ে-উম্মত দ্বারা সুন্নত বলে স্বীকৃত হয়েছে। এ পাঠ নামাযের মধ্যেই হােক বা নামাযের বাইরেই হােক। কোরআন তেলাওয়াত ব্যতীত অন্যান্য কাজে শুধু বিসমিল্লাহ পাঠ করা সুন্নত, আউযুবিল্লাহ নয়। তেলাওয়াত কালে উভয়টি পাঠ করা সুন্নত। তবে একটি সূরা শেষ করে শুধুমাত্র সূরা তওবা ব্যতীত অপর সূরা আরম্ভ করার পূর্বে যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করা হয় তখন আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ উভয়টিই পাঠ করতে হয়। তেলাওয়াত করার সময় মধ্যে সুর-বারাআত আসলে তখন বিসমিল্লাহ পড়া নিষেধ। কিন্তু প্রথম তেলাওয়াতই যদি সুরা বারাআত দ্বারা আরম্ভ হয়, তবে আ`উযুবিল্লাহ ও বিসমিল্লাহ উভয়টিই পাঠ করতে হবে। - (আলমগীরী)।

“বিসমিল্লাহির রাহমানির রাহীম`, কোরআনের সূরা নামল-এর একটি আয়াতের অংশ এবং দু’টি সূরার মাঝখানে একটি পূর্ণাঙ্গ আয়াত। তাই অন্যান্য আয়াতের ন্যায় এ আয়াতটির সম্মান করাও ওয়াজিব। অযু ছাড়া এটি স্পর্শ করা জায়েয নয়। অপবিত্র অবস্থায় যথা হায়েয-নেফাসের সময়, (পবিত্র হওয়ার পূর্বে) তেলাওয়াতরূপে পাঠ করাও না জায়েয। তবে কোন কাজ কর্ম আরম্ভ করার পূর্বে (যথা—পানাহার) দোয়ারূপে পাঠ করা সব সময়ই জায়েয।

 

Reference Book:

 

 


More articles you may like







© 2018-2024 Privacy Policy  
        FAQ | Help | Contact